Bengali Gaan Lyrics of “Cheye Daekho“(চেয়ে দেখো) Prottoy Khan’s song, performing by Prottoy Khan and Annur Khan Nolok. Bengali Lyrics written by Siam Sarkar Jan, Voice, Tune & Music composed by Prottoy Khan. This Bangla video song Directed by Prottoy Khan
![]() |
এই গানটি WelcomeTune ওয়েলকাম টিউন / Caller Tune কলার টিউন হিসেবে পেতে -
Grameenphone গ্রাহকরা WT লিখে স্পেস দিয়ে কোড লিখুন 10267002 Send to 24000
Robi গ্রাহকরা GET লিখে স্পেস দিয়ে কোড লিখুন 10267002 Send to 28466 নম্বরে
Airtel BD গ্রাহকরা CT লিখে স্পেস দিয়ে কোড লিখুন 10267002 Send to 23123 নম্বরে
Banglalink গ্রাহকরা DOWN লিখে স্পেস না দিয়ে কোড লিখুন 10267002 Send to 22222
Song : Cheye Daekho (চেয়ে দেখো)
Voice, Tune & Music : Prottoy Khan
Lyrics : Siam Sarkar Jan
Cast : Prottoy Khan & Annur Khan Nolok
Cinematographer : Sani Khan
Drone : Sadat Hossain
Edit & Colour : Kajal Arfin Anik
Project Coordinator : Isha Khan Duray
Assistant Director : Kajal Arfin Anik
Production : Hashtag Films
Concept & Direction : Prottoy Khan
Language : Bangla
Cheye Daekho Lyrics Prottoy Khan
তোমার মত আমি তো নই, আমি শুধু আমার আমি
রাত চলে গেছে কেটে গেছে কুয়াশা
তবু চাইছি আজো হারানো ভালোবাসা
মেঘের আসরে গেছে আকাশ যে খুব রঙিন
তবুও খুজি তোমায় খুজি সেই মেঘলা দিন
চেয়ে দেখো পালটে গেছে আকাশের রঙ
চেয়ে দেখো আজো আমি তোমার আশায়
যেমন ছিলাম তেমন আছি, বদলে গেছো শুধু তুমি
তোমার মত আমি তো নই, আমি শুধু আমার আমি
উরে গেছে পাখিরা সেই কবে দূর নীলিমায়
কত ভুল ঝরে গেছে সময় স্রোতের ভেলায়
বদলে গেছে পৃথিবী নিজের মত করে
আমি শুধু বেচে আছি স্মৃতির দেয়াল ধরে
চেয়ে দেখো পালটে গেছে আকাশের অই রঙ
চেয়ে দেখো আজো আমি তোমার আশায়
যেমন ছিলাম তেমন আছি, বদলে গেছো শুধু তুমি
তোমার মত আমি তো নই, আমি শুধু আমার আমি
যেমন ছিলাম তেমন আছি, বদলে গেছো শুধু তুমি
তোমার মত আমি তো নই, আমি শুধু আমার আমি
চেয়ে দেখো পালটে গেছে আকাশের অই রঙ
চেয়ে দেখো আজো আমি তোমার আশায়
রাত চলে গেছে কেটে গেছে কুয়াশা
তবু চাইছি আজো হারানো ভালোবাসা
মেঘের আসরে গেছে আকাশ যে খুব রঙিন
তবুও খুজি তোমায় খুজি সেই মেঘলা দিন
চেয়ে দেখো পালটে গেছে আকাশের রঙ
চেয়ে দেখো আজো আমি তোমার আশায়
যেমন ছিলাম তেমন আছি, বদলে গেছো শুধু তুমি
তোমার মত আমি তো নই, আমি শুধু আমার আমি
উরে গেছে পাখিরা সেই কবে দূর নীলিমায়
কত ভুল ঝরে গেছে সময় স্রোতের ভেলায়
বদলে গেছে পৃথিবী নিজের মত করে
আমি শুধু বেচে আছি স্মৃতির দেয়াল ধরে
চেয়ে দেখো পালটে গেছে আকাশের অই রঙ
চেয়ে দেখো আজো আমি তোমার আশায়
যেমন ছিলাম তেমন আছি, বদলে গেছো শুধু তুমি
তোমার মত আমি তো নই, আমি শুধু আমার আমি
যেমন ছিলাম তেমন আছি, বদলে গেছো শুধু তুমি
তোমার মত আমি তো নই, আমি শুধু আমার আমি
চেয়ে দেখো পালটে গেছে আকাশের অই রঙ
চেয়ে দেখো আজো আমি তোমার আশায়
0 Comments