Bengali Gaan Lyrics of Sad Song Amar Dehokhan. This Bengali Song is sung by Ahasan Tanvir Pial. Bengali Band name Odd Singature composed the song Din Seshe tar Tara Gulo Dibe Dekha.Amar Dehokhan Gaan Lyrics In Bengali Written by Moontasir Rakib.
![]() | ![]() |
Song: Amar Dehokhan
Band: Odd Signature
Lyrics and Tune - Moontasir Rakib
Composition – Odd Signature
Vocal – Ahasan Tanvir Pial
Second/ Back vocal – Moontasir Rakib
Guitar ( Plucking and Rhythm ) – Arnam Amitab
Guitar ( Solo and Riff ) – Ektedar Sakin
Drums – Akib Ahmed
Bass – Tahmid Rayan Onindo
Amar Dehokhan Bengali Song Lyrics:
একা বসে তুমি,
দেখছো কি একই আকাশ
দিন শেষে তার তারাগুলো দিবে দেখা।
মেঘে ঢাকা তারার আলো,
দেখে থাকো তুমি, দেখো ভালো,
হয়তো তার মাঝে খুঁজে পাবে আমায়।
সেই দিনে,
এক গানে এক গল্পকারের গল্প খুঁজে পাবে,
খুঁজে পাবেনা সে গল্পকার।
দিনগুলো,
খুঁজে পাবে গানের প্রতিটা ছন্দে,
শুনতে পাবে মৃত মানুষের চিৎকার।
আমার দেহখান,
নিও না শ্মশান,
এমনিতেও পুড়ে গেছি।
আমার, সব স্মৃতি,
ভুলোনা তোমরা,
যা ফেলে গেছি।
দেহ পাশে কেহ কেঁদো না,
গল্পগুলো রেখো অজানা,
গানখানা থেকে খুঁজে নিও মোর সে গল্প।
যাতে লিখা হাজার কষ্ট,
নিজেকে ভেবে নিতাম এক শ্রেষ্ঠ,
যার প্রতিপদে জীবন বিচ্ছেদের স্বপ্ন।
সেই দিনে,
এক গানে এক গল্পকারের গল্প খুঁজে পাবে,
খুঁজে পাবেনা সে গল্পকার।
দিনগুলো,
খুঁজে পাবে গানের প্রতিটা ছন্দে
শুনতে পাবে মৃত মানুষের চিৎকার।
আমার দেহখান
নিও না শ্মশান এমনিতেও পুড়ে গেছি,
আমার সব স্মৃতি
ভুলোনা তোমরা, যা ফেলে গেছি।
আমার দেহখান
নিও না শ্মশান এমনিতেও পুড়ে গেছি,
আমার সব স্মৃতি
ভুলোনা তোমরা, যা ফেলে গেছি।
Amar Dehokhan Lyrics Song
Eka boshe tumi,
Dekhcho ki Ekoi Akash
Din Seshe tar taragulo dibe dekha.
Meghe dakha tarar alo,
Dekhe theko tumi, dekho valo,
Hoyto tar majhe kuje pabe amay.
Shei dine,
Ek gane ek golpokarer golpo khuje pabe,
Khuje pabe na se golpo kar.
Dingulo,
Khuje pabe gaaner protita chonde,
Shunte pabe mrito manusher chitkar.
0 Comments