-->

Vetorta Jalay Gela Song Lyrics (ভেতরটা জ্বালায় গেলা)

Bangla Gaan Lyrics Vetorta Jalay Gela Song Lyrics is Sung by Samz Vai. Starring: Tarek Tanz And Kashfia Munni. Music Composed by Tanzil Hasan And Amar Bhetorta Jwalay Gela Lyrics In Bengali Written by Samz Vai. Download Vitor Ta Jalay Gela mp3 song lyrics in Bangla font.
Vetorta Jalay Gela Song

Song: Vetorta Jalay Gela
Vocal, Tune & Lyrics : Samz Vai
Music : Tanzil Hasan
Story & Directed by : Eagle Team
DOP : Polin Zahid
Edit & Color : Bappi
Label : Eagle Music

Vetorta Jalay Gela Song Lyrics

তুমি নামে কেউ ডাকে না
তুমি নামে কেউ আসে না,
তুমি নামে কেউ ডাকে না
তুমি নামে চিঠি আসে না।
এখনতো মাঝ রাতে ঘুমের ঘোরে
আমিও তো চমকে যাই,
এক গ্লাস সপ্ন ভাঙ্গা হাতে নিয়ে
আমি ডুব জলে সাঁতরে বেড়াই।
আমার ভেতরটা জ্বালায় গেলা
মনতো তুমি দিলানা,
তোমার প্রেমে পইড়া সব হারাইলাম
তুমি বন্ধু ভালো না।
কলিজাতেও দাগ লাগাইলাম
তবু তোমায় ভুলি না,
কতজনের কত নেশা
আমার তোমার নেশাই কাটে না।।
আমার এত স্বাদের জীবন এখন
আঁধারো অতলে,
যে স্বপ্ন আমি সাজাইছি
এখন কার দখলে?
কাটছে প্রহর, ব্যাথ্যার নগর
ডাকছে যে আমারে,
তুমি ছাড়া মনের অসুখ
কে সারাইতে পারে?
আমার ভেতরটা জ্বালায় গেলা
মনতো তুমি দিলানা,
তোমার প্রেমে পইড়া সব হারাইলাম
তুমি বন্ধু ভালো না।
কলিজাতেও দাগ লাগাইলাম
তবু তোমায় ভুলি না,
কতজনের কত নেশা
আমার তোমার নেশাই কাটে না।।
যা আছে সব দিলাম তোমায়
আর ছিলোনা বাকি,
তবুও ক্যান মায়া লাগাইয়া
দিলা আমায় ফাঁকি?
শত ভিড়ে তোর আদোরে
গন্ধ মাখিয়া,
যায় চলে যায় দিন কি করে
দেখনা আসিয়া।
আমার ভেতরটা জ্বালায় গেলা
মনতো তুমি দিলানা,
তোমার প্রেমে পইড়া সব হারাইলাম
তুমি বন্ধু ভালো না।
কলিজাতেও দাগ লাগাইলাম
তবু তোমায় ভুলি না,
কতজনের কত নেশা
আমার তোমার নেশাই কাটে না।।

Vetorta Jalay Gela Bangla Lyrics  

Tumi naame keu daake na
Tumi naame keu ashe na
Tumi name keu dake na
Tumi naame chithi ashe na
Ekhonoto majhraate ghumer ghorey
Amio toh chomke jai
Ek glass shopno vanga haate niye
Ami doob jole santre berai
Amar bhetorta jalay gela
Monto tummi dilana
TOmar preme poira sob harailam
Tumi bondhu valo na
Kolijateo daag lagailam
Tobu tomay bhuli na
Kotojoner koto nesha
Amar tomar neshai kaate na

Post a Comment

0 Comments