-->

Jodi mon kade Bangla Lyrics (যদি মন কাঁদে)

Bengali Gaan Lyrics of Favorite Bangla sad song Jodi Mon Kade Tumi Chole Esho written by Humayun Ahmed.Jodi Mon Kade Tumi Chole Esho Ek Boroshay Bengali Song is sung By Meher Afroz Shawon And tuned By Humayun Ahmed And Music composed by S.I Tutul.
Jodi mon kade Bangla Lyrics
Singer: Meher Afroz Shawon
Music: S.I Tutul
Lyrics: Humayun Ahmed

Jodi mon kade Bangla Lyrics

যদি মন কাঁদে
তুমি চলে এসো, চলে এসো
এক বরষায়...
যদি মন কাঁদে
তুমি চলে এসো, চলে এসো
এক বরষায়...
এসো ঝর ঝর বৃষ্টিতে
জল ভরা দৃষ্টিতে
এসো কোমল শ্যামল ছায় ।
যদিও তখন আকাশ থাকবে বৈরি
কদম গুচ্ছ হাতে নিয়ে আমি তৈরি ।।
উতলা আকাশ মেঘে মেঘে হবে কালো
ছলকে ছলকে নাচিবে বিজলী আরো
তুমি চলে এসো, চলে এসো
এক বরষায়...
যদিও তখন আকাশ থাকবে বৈরি
কদম গুচ্ছ হাতে নিয়ে আমি তৈরি ।।
উতলা আকাশ মেঘে মেঘে হবে কালো
ছলকে ছলকে নাচিবে বিজলী আরো
তুমি চলে এসো, চলে এসো
এক বরষায়...
নামিবে আঁধার বেলা ফুরাবার ক্ষণে
মেঘ মাল্লা বৃষ্টিরও মনে মনে ।।
কদম গুচ্ছ খোঁপায়ে জড়ায়ে দিয়ে
জল ভরা মাঠে নাচিব তোমায় নিয়ে
তুমি চলে এসো, চলে এসো
এক বরষায়... 
নামিবে আঁধার বেলা ফুরাবার ক্ষণে
মেঘ মাল্লা বৃষ্টিরও মনে মনে ।।
কদম গুচ্ছ খোঁপায়ে জড়ায়ে দিয়ে
জল ভরা মাঠে নাচিব তোমায় নিয়ে
তুমি চলে এসো, চলে এসো
এক বরষায়...
যদি মন কাঁদে
তুমি চলে এসো, চলে এসো
এক বরষায়...
যদি মন কাঁদে
তুমি চলে এসো, চলে এসো
এক বরষায়..

Jodi mon kade Bangla Lyrics

Jodi Mon kaade 
Tumi chole esho, chole esho 
Ek Borshay 
Esho jhoro jhoro Bristite 
Jol Bhora Dristite 
Esho Komol shamol chaay 
Jodio tokhon Akashe thakbe boiri 
Kodom Guccho haate niye ami Toiri 
Utala Akashe meghe meghe hobe kaalo 
Choloke cholke nachibe bijli arro
Tumi chole esho chole esho 
Ek Borshay 

Post a Comment

0 Comments